October 8, 2024, 5:39 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

আখাউড়া থেকে অপহরণ হওয়া শিশু সিফাত নোয়াখালী থেকে উদ্ধার

আখাউড়া প্রতিনিধিঃঃ


ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া পৌর শহরের দেবগ্রামের সিফাত উল্লাহ নামের দুই বছরের এক শিশুকে বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক,র‌্যাব ও পুলিশের বিশেষ সহযোগিতায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পার্সোনাল বিকাশ ব্যবহারকারী আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। আর আনোয়ারের সূত্র ধরে মূল হোতা মুক্তিপণ আদায়কারী ফারুক মিয়াকেও আটক করে পুলিশ।

সোমবার রাত দশটার দিকে নোয়াখালী জেলার সুধারাম উপজেলার ধর্মপুরের আমানুল্লাহ নামের এক ব্যক্তির বাড়ি থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরবর্তীতে জেলা পুলিশের সহযোগিতায় শিশু সিফাত সহ দুই অপহরণকারী কে নিয়ে আসা হয় আখাউড়া থানায়। আজ বিকেল পাঁচটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসূল আহমেদ নিজামী।

উল্লেখ্য,শিশুটিকে উদ্ধার করার জন্য সাংবাদিকদের সহযোগিতায় গত রবিবার বরাবর কোম্পানি কমান্ডার সি.পি.সি-৩, ভৈরব (র‌্যাব-১৪) তে একটি লিখিত অভিযোগ দাখিল করেন শিশু সিফাতের পিতা রিপন মোল্লা। তার পরিপ্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর রাত দশটায় অভিযান চালিয়ে শিশুসহ অপহরণকারী চক্রের মূল হোতা ফারুক মিয়াকে আটক করে। এ বিষয়ে সীমান্ত টিভিকে  প্রাইভেট ডিটেকটিভ কিশোরগঞ্জ ব্যুরো-প্রধান মোঃ সিজান আহমেদ সোহাগ জানান ,আমরা ঘটনাটি শোনার পর থেকেই শিশুটিকে প্রশাসনের মাধ্যমে উদ্ধার করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে গিয়েছি,তার জন্য বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে সংবাদটি গুরুত্বের সঙ্গে কাভারেজ করা হয়েছে তার জন্য হয়তো শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই সাথে আখাউড়া থানা পুলিশের অভিযানিক দলটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর