লাখ টাকা ক্যাশ ব্যাকের সুযোগ স্যামসাং রেফ্রিজারেটর কেনায়
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘স্যামসাং গ্র্যান্ড অক্টোবর ফেস্ট’।
রোববার স্যামসাং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুরো অক্টোবর মাস জুড়ে রেফ্রিজারেটর কেনায় গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে স্যামসাং।
এর আওতায় নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর কিনে গ্রাহকরা এক লাখ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পেতে পারেন।
এই অফারের আওতাভুক্ত রেফ্রিজারেটরগুলোতে থাকছে ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরে ১০ বছরের ওয়ারেন্টি এবং ইএমআই সুবিধা।
ক্যাশ ব্যাক পেতে গ্রাহককে নির্দিষ্ট মডেলের যেকোনো একটি রেফ্রিজারেটর কিনে OCT<SPACE>MODEL CODE<SPACE>SHOP CODE লিখে এসএমএস করতে হবে ৬৯৬৯ নম্বরে।
৩১ অক্টোবর পর্যন্ত স্যামসাংয়ের নির্দিষ্ট ব্র্যান্ড শপ এবং ফেয়ার ইলেক্ট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল ও র্যাং গস এর স্যামসাং অনুমোদিত শো-রুমগুলোতে গ্রাহকরা এই অফার উপভোগ করার সুযোগ পাবেন।