October 8, 2024, 11:20 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

শিবগঞ্জে আবারও করোনায় আক্রান্ত রোগীদের সার্বিক দায়িত্ব নিলেন জিকে ফাউন্ডেশন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় দম্পতিসহ তিন করোনা রোগীর দায়িত্ব নিলেন শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম। শনিবার (১৩ জুন) ২০২০ ইং বিকেলে সৈয়দ পরিবারের গড়া গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা রোগীদের বাড়িতে ৬০ দিনের খাবারসহ বিভিন্ন ফল, মাছ, মাংস পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান।এর আগে বিনোদপুর ও শ্যামপুরে করোনা আক্রান্ত দুই দম্পতির বাড়িতে দু’মাসের খাবারসামগ্রী পাঠান তিনি। সেই খাবারের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ১০ পদের ফল, মাছ, মুরগি, ডিমসহ করোনা প্রতিরোধক বিভিন্ন দ্রব্যাদি। এছাড়াও তাদের নগদ অর্থও প্রদান করা হয়। অপরদিকে, এই সব খাবারসামগ্রী পেয়ে সৈয়দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করোনা আক্রান্ত দম্পতি ও স্থানীয়রা।এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনায় আক্রান্তদের পাশে থেকে সাহস জোগানো সমাজের সব মানুষেরই নৈতিক দায়িত্ব। আশা করছি আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ সময় অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ন-আহব্বায়ক আসিফ আহমেদ সৌরভ, সুইট আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল বাকী, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজসহ অন্যরা।উল্লেখ্য, টানা দুই’মাসের অধিক সময় ধরে দেশে করোনার সুচনা লগ্ন থেকেই উপজেলার কর্মহীন ও নিম্ন আয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশন। ইতোমধ্যেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৮ হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জিকে ফাউন্ডেশন। আর এর মূল পৃষ্ঠ পোষকতায় রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও মানবতার ফেরিওয়ালা, বর্তমান কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর