October 10, 2024, 8:24 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে আরও একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ৩ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ

মোঃ রেদওয়ান রনি,ভ্রাম্যমান প্রতিনিধিঃ

ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে আরও একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ৩ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।গতকাল ২৯এপ্রিল ২০২০ ইং তারিখ বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।এদিকে, দুই ডিলারের লাইসেন্স বাতিল ও এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভিজিএফের ৬ বস্তা চালসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।এ নিয়ে ৩৯ জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে।এর মধ্যে ১৬ জন ইউপি চেয়ারম্যান, ২২ জন ইউপি সদস্য এবং ১ জন জেলা পরিষদ সদস্য। বুধবার সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান হলেন, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউপির জাহেদুল ইসলাম চৌধুরী।আর সাময়িক বরখাস্ত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর-আড়ালিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মো. বাচ্চু মিয়া, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মো. শরিফুল ইসলাম এবং দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলার টৈটং ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী সরকারি ত্রাণের চাল আত্মসাৎ করেন।এ ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসক আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।তার বিরুদ্ধে মামলাও হয়েছে।পৃথক প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নরসিংদী জেলার চর-আড়লিয়া ইউপি সদস্য মো. বাচ্চু মিয়া সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। নরসিংদীর জেলা প্রশাসক আইন অনুযায়ী তাকে অপসারণের সুপারিশ করেছেন।এছাড়া, কুষ্টিয়া জেলার নন্দলালপুর ইউপি সদস্য মো. শরিফুল ইসলামের বিরুদ্ধে সরকারি ত্রাণ লুটের অভিযোগ রয়েছে।দৌলতপুর ইউপি সদস্য মো. হাবিবুর রহমান সরকারি ত্রাণ ভুয়া মাস্টাররোলে বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।এ কারণে কুষ্টিয়ার জেলা প্রশাসক আইন অনুযায়ী তাদের স্বীয় পদ হতে অপসারণের সুপারিশ করেছেন।চেয়ারম্যান ও সদস্যদের অপরাধমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তাদের দিয়ে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার তুহিন শেখের বিরুদ্ধে অন্যের নামের চাল উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে মো. ইউনুছ নামে এক ডিলারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।নাজিরপুর (পিরোজপুর) : পিরোজপুরের নাজিরপুরে ন্যায্যমূল্যের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শেখ মাটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হোসেন বিভিন্ন কার্ডের নামে বরাদ্দ চাল উত্তোলন করেন।লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়া বাজারের চাল ব্যবসায়ী গৌর দত্তকে পচা চাল মজুদ ও বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।কাশিয়ানী (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তবে ডিলার বলছেন, এ অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররা দায়ী।নওগাঁ : নওগাঁর ধামইরহাটে ভিজিএফের ছয় বস্তা চালসহ উমর ফারুক ভাদু নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।নোয়াখালী : সুবর্ণচর উপজেলায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার মো. ইউনূসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার ডিলারশিপও বাতিল করেছে উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর