December 22, 2024, 11:24 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

সিলেটে জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

সিলেটে জেএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
সিলেট ব্যুরো
 
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫। বোর্ডে এবার পাশের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ । গতবছর পাশের হার ছিলো ৯৩ দশমিক ৩৭ শতাংশ। গতবছর ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী।
শনিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো.কবির আহমদ।
তিনি বলেন,‘‘ সার্বিক ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে ভাটি অঞ্চলে বন্যার প্রভাব এবং গণিত ও ইংরেজি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পাসের হার কমেছে।
সিলেট বোর্ডের অধীনে চার জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভী বাজার) এক লাখ ৩৫ হাজার ২০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২০ হাজার ৮৮২ জন।
পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৯ টি স্কুলের মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ১৭১ টি স্কুল। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই।
গত বছর মেয়েদের চেয়ে ছেলেরা ভাল ফল করলেও এবার এগিয়ে মেয়েরা। ৭৭ হাজার ১৬৬ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৮৯ জন । অন্যদিকে ৫৮ হাজার ২৬ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৭৯৩ জন।
মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৫৩ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৯ দশমিক ২৪ শতাংশ।
মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ৩৫ হাজার ৪১৮ জন, এ মাইনাস গ্রেডে ২১ হাজার ৫১৪ জন, বি গ্রেডে ২৬ হাজার ১৪১ জন, সি গ্রেডে ৩৬ হাজার ১২২ জন ও ডি গ্রেডে ৪ হাজার ৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর