January 2, 2025, 8:57 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

পুলিশি বাধায় পন্ড যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী

 

নাটোর প্রতিনিধি :

পুলিশি বাধায় পন্ড হয়ে যাওয়ায়, স্থান পরিবর্তন করে বাগাতিপাড়া জাতীয়তাবাদি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকির কর্মসূচি পালন করা হয়েছে। তবে এব্যাপারে কাউকে বাধা দেয়া হয়নি বলে দাবি করেছে পুলিশ। রোববার জাতীয়তাবাদি যুবলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে, জাতীয়তাবাদি যুবদলের বাগাতিপাড়া উপজেলা শাখা আলোচনাসভার আয়োজন করে। ঘোষিত কর্মসূচি পালনের লক্ষে সকালে উপজেলার চিথলিয়া উচ্চ বিদ্যালয়ে সমবেত হয় যুবদলের নেতা-কর্মিরা। এসময় পুলিশি বাধায় যুবদলের ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি তারা। পরে নেতাকর্মিরা বিভক্ত হয়ে দয়ারামপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকির কর্মসূচি পালন করা হয় বলে জানান,বাগাতিপাড়া থানা যুবদলের সাধারন সম্পাদক শামীম সরকার। সেসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া থানা যুবদলের প্রচার সম্পাদক খুরশেদ আলম,আইন বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর, থানা ছাত্র দলের সভাপতি তোফাজ্জল হোসেন মিঠু,যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,ছাত্র নেতা শফিক, আজগর, সুমনসহ অন্যান্য নেতাকর্মিরা।

এদিকে বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, কোন ঘরের মধ্যে এমন অনুষ্ঠান করতে পারে তারা। এব্যাপারে চিথলিয়া স্কুলে গিয়েছিলাম স্কুল তালা বদ্ধ পেয়েছি, স্থানিয়দের সাথে কথা বলেছি তারও এব্যাপারে কিছু বলতে পারেনি। সেখানে কাউকে পাওয়াও যায়নি, কাউকে বাধাও দেয়া হয়নি, সেখানে কেউ ছিলওনা। এছাড়া বাগাতিপাড়া এলাকায় এমন কর্মসূচি পালনের কোন সংবাদ আমার জানা নেই। তবে নিজের ঘরের মধ্যে চার পাঁচ জন ব্যানার নিয়ে প্রচারের জন্য এমন করতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর