June 30, 2024, 11:25 am

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

পুলিশি বাধায় পন্ড যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী

 

নাটোর প্রতিনিধি :

পুলিশি বাধায় পন্ড হয়ে যাওয়ায়, স্থান পরিবর্তন করে বাগাতিপাড়া জাতীয়তাবাদি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকির কর্মসূচি পালন করা হয়েছে। তবে এব্যাপারে কাউকে বাধা দেয়া হয়নি বলে দাবি করেছে পুলিশ। রোববার জাতীয়তাবাদি যুবলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে, জাতীয়তাবাদি যুবদলের বাগাতিপাড়া উপজেলা শাখা আলোচনাসভার আয়োজন করে। ঘোষিত কর্মসূচি পালনের লক্ষে সকালে উপজেলার চিথলিয়া উচ্চ বিদ্যালয়ে সমবেত হয় যুবদলের নেতা-কর্মিরা। এসময় পুলিশি বাধায় যুবদলের ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি তারা। পরে নেতাকর্মিরা বিভক্ত হয়ে দয়ারামপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকির কর্মসূচি পালন করা হয় বলে জানান,বাগাতিপাড়া থানা যুবদলের সাধারন সম্পাদক শামীম সরকার। সেসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া থানা যুবদলের প্রচার সম্পাদক খুরশেদ আলম,আইন বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর, থানা ছাত্র দলের সভাপতি তোফাজ্জল হোসেন মিঠু,যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,ছাত্র নেতা শফিক, আজগর, সুমনসহ অন্যান্য নেতাকর্মিরা।

এদিকে বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, কোন ঘরের মধ্যে এমন অনুষ্ঠান করতে পারে তারা। এব্যাপারে চিথলিয়া স্কুলে গিয়েছিলাম স্কুল তালা বদ্ধ পেয়েছি, স্থানিয়দের সাথে কথা বলেছি তারও এব্যাপারে কিছু বলতে পারেনি। সেখানে কাউকে পাওয়াও যায়নি, কাউকে বাধাও দেয়া হয়নি, সেখানে কেউ ছিলওনা। এছাড়া বাগাতিপাড়া এলাকায় এমন কর্মসূচি পালনের কোন সংবাদ আমার জানা নেই। তবে নিজের ঘরের মধ্যে চার পাঁচ জন ব্যানার নিয়ে প্রচারের জন্য এমন করতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর