October 9, 2024, 2:23 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

মিয়ানমার থেকে আমদানি হয়েছে সাড়ে ১৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ

ডিটেকটিভ ‍নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে আনা পেঁয়াজ। ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ।

মিয়ানমার থেকে এ পর্যন্ত ১৬৪৯১.৪২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। টেকনাফ স্থলবন্দর দিয়ে আগস্ট মাস থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব পেঁয়াজ আমদানি করা হয়। গতকাল বুধবার টেকনাফ স্থলবন্দর দিয়ে ৭৯৫.৬২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে চলতি মাসেই মিয়ানমার থেকে ১২ হাজার ৮৩৪.১৪৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হল।টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন এ সব তথ্য জানান।এ দিকে ব্যবসায়ীরা জানান, এতদিন খালাসের দীর্ঘসূত্রিতার জন্য আমদানিকৃত পেঁয়াজের একটা অংশ বন্দরেই পচে নষ্ট হচ্ছিল। তবে দিনে-রাতে খালাসের কাজ চলায় বর্তমানে সে সমস্যা আর নেই। এখন আর পেঁয়াজ নষ্ট হচ্ছে না বলে জানান তারা।সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আমদানিকারক এহতেশামুল হক জানান, সংবাদমাধ্যম, বন্দর কর্তৃপক্ষ, শুল্ক বিভাগ, প্রশাসনসহ সবাই সময় মতো তৎপর হওয়ায় পেঁয়াজ আমদানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। কিছুদিন আগে যেভাবে পেঁয়াজ পচে নষ্ট হচ্ছিল এখন আর সে সমস্যা নেই।টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, বন্দরে এখন শুধু পেঁয়াজ খালাসে দিনে-রাতে ৬০০ জনের মতো শ্রমিক কাজ করছে। যত দ্রুত সম্ভব পেঁয়াজ খালাসে বন্দর কর্তৃপক্ষ তৎপর রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ অক্টোবর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর