October 6, 2024, 4:02 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন ক্ষমতা! নাকি আড়ালে ছিলো ভিন্ন কোনো উদ্দেশ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার?

নতুন বছরে বড় পর্দায়

নতুন বছরে বড় পর্দায়

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’তে অভিনয় করে বেশ প্রশংসা পান লাক্স তারকা মুমতাহিনা টয়া। এরপর ভিকি জাহেদের ‘রূপ’ নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে এবার নতুন বছরে আসছে তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেঙ্গলি বিউটি’। সেই সঙ্গে নতুন বছরে বড় পর্দায় অভিষেক হচ্ছে টয়ার। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে ধারাবাহিক, খ- নাটক ও বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। তবে বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে এবারই প্রথম কাজ করলাম।

গত মে মাসে আমরা শুটিং শেষ করেছি। এর কাহিনীটা এখন জানাতে চাই না। তবে এটুকু বলতে চাই ‘বেঙ্গলি বিউটি’ চমৎকার একটি গল্পের চলচ্চিত্র। ছবিতে পুরনো দিনের ঢাকার চিত্রও ফুটে উঠবে। আমাকেও দেখা যাবে সত্তর দশকের একটি চরিত্রে। ছবিটি মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৯ তারিখে। টয়ার বিপরীতে অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনা করেছেন রাহসান নূর। তিনিও জানালেন ছবিটি মুক্তির চূড়ান্ত তারিখ। তিনি জানান, আগামি ৯ই ফেব্রুয়ারি এটি ইংল্যান্ড, ভারত ও আরব আমিরাতে মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। সেন্সর ছাড়পত্র সঠিক সময়ে পেলে আমরা একই সঙ্গে এটি দেশেও মুক্তি দেব। আশা করছি সমস্যা হবে না। টয়া, রাহসান ছাড়াও এ চলচ্চিত্রে আরো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, নেইলি আজাদ প্রমুখ। এটি প্রযোজনা করেছেন রাফি তামজিদ। উল্লেখ্য, ২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরা পাঁচ হয়েছিলেন টয়া। এরপর ছোট পর্দায় ‘অদেখা মেঘের কাব্য’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘নোয়াশাল’, ‘ছায়াবৃতা’, ‘ডলস হাউজ’, ‘সাতটি তারার তিমির’, ‘ইউনিভার্সিটি’, ‘টো টো কোম্পানি’, ‘ললিতা’, ‘সুপারস্টার’সহ বেশকিছু খ- নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।

Share Button

     এ জাতীয় আরো খবর