মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
হকারদের ফুটপাতে স্বাধীনভাবে দোকান পরিচালনা করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে গত ১০ মে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এ সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিদ্ধান্ত না পরিবর্তন করলে আজ ১১ মে শনিবার থেকে হকাররা ফুটপাতে বসবে বলে ঘোষণা দিয়েছেন।আর এতে কোনো বাধা প্রদান করলে হকাররা এটা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে।গত ৯ মে ২০১৯ ইং তারিখ বৃহস্পতিবার নগরীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল হাশেম কবীর, সহ-সভাপতি আবুল কালাম প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০১৯/ইকবাল