ফুলবাড়ীর বাজিতপুর গ্রামে এন.এস.ব্রিক্স ইটভাটার শুভ উদ্বোধন
মাসউদ রানা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির বাজিতপুর গ্রামে এন.এস.ব্রিক্স ইটভাটার শুভ উদ্বোধন ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত। গতকাল ১৯ শে নভেম্বর রবিবার দুপুর ২ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির বাজিতপুর গ্রামে এন.এস.ব্রিক্স ইটভাটার শুভ উদ্বোধন ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাওলানা মো. শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এন.এস.ব্রিক্স ইটভাটার সত্তাধিকারী মো. লোকমান আলী,৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম বাবু, এন.এস.ব্রিক্স ইটভাটার সত্তাধিকারী ভাই মো. নুর ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,ব্যাবসায়ীগন। ইটভাটার মালিক মো. লোকমান আলী জানান, সিফনি তৈরি হওয়া মাত্র ভাটার আনুসাংগিক কাজ সমাপ্ত করা হবে। এই ভাটাটি চালু হলে সরকার ভাটা থেকে প্রতি বছর রাজস্ব আয় করবে।