September 8, 2024, 9:09 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

ভাসান পানিতে মাছ ধরার দাবিতে সুনামগঞ্জে হাজারো কৃষক-জেলের মানববন্ধন

ভাসান পানিতে মাছ ধরার দাবিতে সুনামগঞ্জে হাজারো কৃষক-জেলের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি


সুনামগঞ্জের তাহিরপুরে বোরো ফসলহারা হাজারো কৃষক-জেলে ভাসান পানিতে মাছ ধরার দাবিতে রবিবার বেলা ১১টায় উপজেলা সদরে মানবন্ধন কর্মসুচী, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।’ এ দাবিতে জেলা প্রশাসনের নিকট একটি স্মারকলিপিও দেয়া হয়।
বেলা ১১টার দিকে বোরো ফসলহারা হাজারো কৃষক-জেলে ঐক্যবধ্য হয়ে উপজেলা সদরের পশ্চিম বাজার থেকে   বিক্ষোভ মিছিলটি বের করে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে মানববন্ধন কর্মসুচীতে মিলিত হয়।’
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তাহিরপুরে বিগত মৌসুমে সকল হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ায় হাজার হাজার কৃষক-জেলে পরিবার সর্বশান্ত হয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছেন।’ সরকারি ভাবে উপজেলার বিভিন্ন জলমহাল ইজারা দিলেও ওইসব জলমহালের সীমানা চিহ্নিত না করায় কৃষক -জেলেরা নিজেদের জমির সীমানায় এমনকি জলমহাল বহি:র্ভুত সীমানায় মাছ ধরতে গেলে ইজারাদার কতৃক নিয়োজিত পাহাড়াদাররা কৃষক জেলেদের শারীরিক নির্যাতনের পাশাপাশী জোর পুর্বক মাছ ধরার নৌকা, জাল ও সরঞ্জামাদী নিয়ে যাচ্ছে।’ এ অবস্থায় কয়েক হাজার কৃষক জেলে পরিবার আগামী বোরো ফসল না উঠা পর্য্যন্ত তাদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন হিসাবে উন্মুক্ত জলসীমায় মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত হয়ে উল্টো ইজারাদার ও পাহাড়াদার কতৃক নানামুখী হয়রানীর শিকার হচ্ছেন।’ জেলা ও উপজেলা প্রশাসন কতৃক এসব হয়রানী বন্ধে দ্রুত জলমহালের সীমানা চিহ্নিত করণ, জেলে -কৃষকদের নিজেদের জমিতে ও জলমহালের সীমানার বাহিরে উন্মুক্ত জলসীমায় মাছ ধরার সকল প্রকার বাঁধা দুরীকরণে বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাম্যমে জেলা প্রশাসক বরাবর কৃষক-জেলেরা একটি স্মারকলিপি প্রদান করেন।’
কৃষক নিপু মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলে রাসেল মিয়া, রুবেল মিয়া, প্রান্তিক কৃষক হোসেন মিয়া, সুজন মিয়া, ময়নুল হক, জুলহাস, রাকেশ বর্মণ প্রমুখ।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস রবিবার দুপুরে স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর