December 27, 2024, 1:18 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

মঙ্গলের বাসিন্দা ‘বোরিস্কা’ হাজির পৃথিবীতে!

মঙ্গলের বাসিন্দা ‘বোরিস্কা’ হাজির পৃথিবীতে!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অবাক হচ্ছেন? আরও অবাক হবেন যখন জানতে পারবেন রাশিয়ার এক তরুণ দাবি করে জানিয়েছেন, পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে সে মঙ্গলগ্রহের বাসিন্দা ছিল৷ যে মঙ্গলগ্রহকে নিয়ে বিজ্ঞানী থেকে সাধারাণ মানুষের কৌতূহলের শেষ নেই, আদৌ সেখানে প্রাণের অস্তিত্ব ছিল বা আছে কিনা, চলছে বছরের পর বছর গবেষণা, সেই গবেষণাকে যেন একেবারে নাড়িয়ে দিলেন বছর ২০-র এই রাশিয়ান তরুণ, নাম, বোরিস্কা মিপ্রিয়ানোভিচ৷

 

কি দাবি বোরিস্কার?

ভলগোগ্রাদের বোরিস্কার দাবি, সে আগে মঙ্গলের বাসিন্দা ছিল৷ পৃথিবীতে তার পুনর্জন্ম হয়েছে৷ অতীতে পরমাণু অস্ত্রের লড়াইয়ে বিদ্ধস্ত হয়ে যায় মঙ্গল৷ শুধু তাই নয়, মঙ্গলের বাসিন্দাদের উচ্চতা ৭ ফুট৷ মাটির নীচেই বাস তাদের৷ মানুষের মতো অক্সিজেন নয়, কার্বন ডাই অক্সাইডেই শ্বাস-প্রশ্বাস পর্ব চলে তাদের৷ বোরিস্কার মতে, ৩৫ বছরের পর মঙ্গলের বাসিন্দাদের বয়স নাকি আর বাড়েনা, আর তারা প্রযুক্তির দিক থেকেও খুবই উন্নত৷ এভাবেই লালগ্রহের বিভিন্ন কথা বলেছে রাশিয়ার এই তরুণ৷ স্কুলের ছাত্র বোরিস্কা আরও জানায়, প্রাচীন মিশরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মঙ্গলবাসীদের৷ তখন পাইলট হিসেবে সে একবার পৃথিবীতে এসেছিল৷

এই স্কুল ছাত্রের কথা অনেকে মনগড়া মনে করলেও, বোরিস্কার বাবা-মা-র কথা শুনে কিন্তু হাঁ হয়ে যেতেই হয়৷ জন্মের কয়েক মাসের মধ্যেই বোরিস্কার কথা শুরু, ভিনগ্রহীদের বিষয়ে কথা বার্তা থেকে শুরু করে লিখতে-পড়তে-আঁকতেও শিখে যায় সে৷ যা তার বাবা-মা’র পাশাপাশি অবাক করে দেয় চিকিৎসকদেরও৷

তবে বোরিস্কা আরও চাঞ্চল্যকর কথা জানায় যে, বিশ্বে নাটকীয় পরিবর্তন আসবে যখন মিশরের গিজায় গ্রেট মনুমেন্ট স্ফিংক্সের তালা খোলা হবে৷ আর সেই তালা খোলার কৌশল লুকিয়ে রয়েছে স্ফিংক্সের কানের নিচেই৷

Share Button

     এ জাতীয় আরো খবর