December 28, 2024, 3:49 am

বেতন দেড় লাখ টাকা ১০০ ঘন্টা টিভি দেখলে

বেতন দেড় লাখ টাকা ১০০ ঘন্টা টিভি দেখলে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

টিভি দেখলেই মিলবে টাকা। টাকার পরিমাণও নেহাত কম নয়। পুরো দেড় লাখ টাকা! তবে এর জন্য আপনাকে দেখতে হবে টানা ১০০ ঘন্টা।

‘হাউ টু ওয়াচ ডট’ নামের একটি ওয়েবসাইট সম্প্রতি এ ঘোষণা দিয়েছে। তারা জানায়, অক্টোবর মাসে টানা ১০০ ঘন্টা টিভি দেখার জন্য বেতন হিসেবে দেড় লাখ টাকা দেওয়া হবে।

ওয়েব সাইটটির ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে, ডিরেক টিভি নাউ, ফুবো টিভি, হুলু উইদ লাইভ টিভি, ফিলো, প্লে স্টেশন ভিউ, স্লিং টিভি। সাইটটিতে ঢুকে এসব চ্যানেল দেখতে হবে। প্রতিটা চ্যানেল কমপক্ষে ১৪ ঘন্টা করে দেখতে হবে। নভেম্বর মাসের এক তারিখের মধ্যে পূরণ করতে হবে ১০০ ঘন্টা।

তবে আরো কিছু শর্ত জুড়ে দিয়েছেন সাইটটি। চ্যানেলগুলোতে অনুষ্ঠান দেখার সময় অন্য কোন কাজ করা যাবে না। অনুষ্ঠান দেখে জানাতে হবে মতামত। দিতে হবে অনুষ্ঠানের স্কোর। সোশ্যাল মিডিয়াতে জানাতে হবে বিভিন্ন প্রতিক্রিয়া। এসব শর্তে রাজি থাকলে ওই ওয়েবসাইটে যে কেউ আবেদন করতে পারবেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর