September 8, 2024, 8:14 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

৩ মাস ঘুম থেকে জেগে উঠে মিথ্যাচার করছেন খালেদা জিয়া: নাসিম

৩ মাস ঘুম থেকে জেগে উঠে মিথ্যাচার করছেন খালেদা জিয়া: নাসিম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে গিয়ে তিন মাস ঘুমিয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নাসিম এই মন্তব্য করেন। খালেদা জিয়া তিন মাস ঘুমিয়ে ছিলেন। তিনি ঘুম থেকে জেগে মিথ্যাচার করা শুরু করে দিয়েছেন। গাড়িবহরে নিজেরা পরিকল্পিতভাবে হামলা করেছে। এখন মিথ্যাচারে লিপ্ত হয়েছেন, বলেন নাসিম। বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে ১৪ দলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে নাসিম বলেন, সরকারের প্রতি আমাদের আবেদন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে পৃথিবীর সব দেশে পৌঁছানোর ব্যবস্থা করবেন। জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিচয়ে দিয়ে পাকিস্তান যে ভিডিওটি প্রকাশ করেছে, সেটির বিষয়ে মন্ত্রী বলেন, জিয়া যে পাকিস্তানের লোক, সেটা আবারও প্রমাণ করেছে পাকিস্তান। তা না হলে এ ধরনের একটা প্রচার তারা চালাত না। জিয়া পাকিস্তানের পক্ষের লোক, তা আবারও প্রমাণ হলো। বক্তব্যের সময় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা। মিয়ামনারের রাখাইন রাজ্য পরিস্থিতি ও রোহিঙ্গাদের নিয়ে দেশটির কার্যত নেতা অং সান সু চির বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসিম বলেন, সু চির বক্তব্য অসত্য। তিনি আন্তরিক হলে রোহিঙ্গাদের তাঁর দেশে ফেরত নিতে পারেন। তিনি অন্তরিক না বলেই এমনটা হচ্ছে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর