December 22, 2024, 11:11 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

আশুলিয়ায় অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 

  বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজধানীর সাভার উপজেলার আশুলিয়ায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে গত সোমবার বিকেলে আশুলিয়ার আউকপাড়া এলাকায় ঘটনা ঘটে ওই ছাত্রী সাভারের একটি কলেজে স্নাতক প্রথমে বর্ষে পড়ছেন তাঁকে অপহরণ করা হয়েছে মর্মে গত সোমবার রাতেই ছয়জনকে আসামি করে আশুলিয়ায় থানায় একটি মামলা করেন তাঁর বাবা কলেজছাত্রীর এক চাচা জানান, আশুলিয়ার কুমকুমারী এলাকার একটি হত্যা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ফাঁসির াদেশপ্রাপ্ত আসামি আতাউর রহমানের ছেলে লেমন মিয়া (২২) তাঁর ভাতিজিকে অপহরণ করেছে কলেজে যাওয়ার পথে লেমন প্রায়ই তাঁর ভাতিজিকে উত্ত্যক্ত করত কয়েক দিন ধরে লেমন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ওই ব্যক্তির অভিযোগ, দুদিন আগে লেমন তাঁদের বাড়িতে এসে তাঁর ভাতিজিকে প্রস্তাব দেয় তবে তাঁরা ওই প্রস্তাবে রাজি হননি এরপর থেকেই লেমন তাঁর ভাতিজিকে তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছিল স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে আউকপাড়া এলাকা থেকে ঝুট ব্যবসায়ী চাচা শফিক মৃধার সহযোগিতায় লেমন ওই কলেজছাত্রীকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায় ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় লেমনকে প্রধান আসামি তাঁর চাচা শফিক মৃধাকে দ্বিতীয় আসামি করা হয় এরপর থেকে দুজনই পলাতক স্থানীয় কয়েকজন জানান, চাচা শফিক মৃধার সহযোগিতায় লেমন এর আগেও কয়েকজন কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল তার ভয়ে অনেকে কলেজে যাওয়া বন্ধ করে দেয় কেউ কেউ এর প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিত লেমন বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন ওই ছাত্রীর বাবা আমরা আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি

Share Button

     এ জাতীয় আরো খবর