ডিটেকটিভ নিউজ ডেস্ক
হবিগঞ্জ সদর উপজেলায় মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বেবিটেকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান। আহতদের মধ্যে ইমরান হোসেন (১৫), আমির আলী (২৮), ছায়েব আলী (২৬), রমজান মিয়া (২২), মর্তুজ আলী (২৩), কাইয়ুম মিয়া (১৫), জমির আলী (৩০), বিল্লাল (৩০), ফাতেমা বেগম (২৫), মজিদ মিয়া (১৮), আলী হোসেন (২০), মাহিন (২৩), জাকির (১৫), নায়েব আলী (২৪), ওয়াসিম মিয়া (১৭), রুস্তম আলী ৫০), শিউলী বেগম (৪৫) ও দুলন মিয়াসহ ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। ওসি ইয়াছিনুল বলেন, সকালে মাছ বিক্রি নিয়ে বেবিটেকা গ্রামের ছুরাব আলীর সঙ্গে একই গ্রামের নবীন আলীর কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।