January 18, 2025, 7:51 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

ব্রিজটাউনে শেষ নাটকের অপেক্ষা ২০ উইকেটের দিনের পর

ব্রিজটাউনে শেষ নাটকের অপেক্ষা ২০ উইকেটের দিনের পর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

৫ উইকেট নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা, দিন শেষেও তাদের আছে ৫ উইকেট। কিন্তু মাঝে গোটা দিনে উইকেট পড়েছে ২০টি! প্রথম ইনিংসে ৫ উইকেট দিন শুরু করা লঙ্কানরা অলআউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দিয়েছে একশর নিচে। নিজেরা আবার রান তাড়ায় দ্বিতীয় ইনিংসে হারিয়েছে ৫ উইকেট। নাটকীয় এক দিন শেষে ব্রিজটাউন টেস্ট দাঁড়িয়ে শেষ রোমাঞ্চের অপেক্ষায়।

প্রথম দুই দিনে বৃষ্টি যতটা ভোগান্তির কারণ হয়েছে, তৃতীয় দিনের উত্তেজনা পুষিয়ে দিয়েছে যেন সেই সবটুকুই। দিন শেষে দুই দলের সামনেই জয়ের হাতছানি। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন আর ৬৩ রান, ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট।

তৃতীয় দিনে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট ১৫৪ রানে। প্রথম ইনিংসে ৫০ রানের লিড পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ৯৩ রানেই। শেষ ইনিংসে ১৪৪ রানের জয়ের লক্ষ্যে নেমে লঙ্কানরা দিন শেষ করেছে ৫ উইকেটে ৮১ রানে।

একদিনে ২০ উইকেটের পতন, ক্যারিবিয়ানে টেস্টের রেকর্ড। আগের রেকর্ড ছিল ২০১৫ সালে ব্রিজটাউনেই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ১৮ উইকেট।

দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে টিকিয়ে রেখেছেন জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক দলকে এনে দিয়েছেন লিড, দ্বিতীয় ইনিংসে আরও ৪টি নিয়ে বাঁচিয়ে রেখেছেন জয়ের আশা।

শ্রীলঙ্কা দিন শুরু করেছিল ৫ উইকেটে ৯০ রান নিয়ে। এদিন দলকে যা একটু টেনেছেন নিরোশান ডিকভেলা। ৪২ রান করা এই উইকেটকিপার ব্যাটসম্যানকে ফেরান হোল্ডার। ৭ রানে শেষ ৪ উইকেট হারিয়ে শেষ হয় লঙ্কানদের প্রথম ইনিংস।

৫০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ানরা পড়ে ভয়াবহ বিপর্যয়ে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের একজনও ছুঁতে পারেননি দুই অঙ্ক। ১৪ রানে হারায় দল ৫ উইকেট।

প্রথম ইনিংসে জুটি গড়া শেন ডাওরিচ ১৬ রান ও হোল্ডার ১৫ রান করে একটু এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত নয়ে নামা কেমার রোচের অপরাজিত ২৩ রানের ইনিংসে ক্যারিবিয়ানরা যেতে পারে ৯৩ পর্যন্ত।

লঙ্কান বোলাররা মিলেমিশেই শেষ করেছেন প্রতিপক্ষকে। অধিনায়ক সুরাঙ্গা লাকমল ও কাসুস রাজিথা নিয়েছেন তিনটি করে, লাহিরু কুমারা দুটি।

১৪৪ রানের জয়ের লক্ষ্যে নেমে লঙ্কানরা পড়েছে হোল্ডারের বোলিংয়ের সামনে। মাহেলা উদাওয়াত্তেকে ফিরিয়ে শুরুর উইকেট এনে দিয়েছেন কেমার রোচ। এরপর যখনই জুটি গড়ার চেষ্টা হয়েছে, ছোবল দিয়েছেন হোল্ডার।

লঙ্কানদের আশা হয়ে টিকে আছেন সফরে তাদের সেরা ব্যাটসম্যান কুসল মেন্ডিস, অপরাজিত ২৫ রানে। পাঁচ উইকেটের চারটিই নিয়েছেন হোল্ডার।

শ্রীলঙ্কার ৫ উইকেট পড়লেও আসলে এটি হয়ে যেতে পারে ৬টি। ফিল্ডিংয়ের সময় মাঠের পাশে বিজ্ঞাপনী বোর্ডে আঘাত পাওয়ায় মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়েছে কুসল পেরেরাকে। দ্বিতীয় ইনিংসে নামতে পারেননি ব্যাটিংয়ে। তিনি ব্যাট করতে পারেন কিনা, সেটির ওপর অনেকটুকু নির্ভর করতে পারে টেস্টের ভাগ্য।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২০৪

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৫৯ ওভারে ১৫৪ (আগের দিন ৯৯/৫)(রোশেন ১১, ডিকভেলা ৪২, দিলরুয়ান ১১*, লাকমল ০, রাজিথা ০, কুমারা ০; রোচ ২/৩০, গ্যাব্রিয়েল ৩/৫২, কামিন্স ০/২৯, হোল্ডার ৪/২৯, বিশু ০/১)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩১.২ ওভারে ৯৩ (ব্র্র্যাথওয়েট ২, স্মিথ ০, পাওয়েল ৭, হোপ ০, চেইস ৫, ডাওরিচ ১৬, হোল্ডার ১৫, বিশু ০, রোচ ২৩*, কামিন্স ১৪, গ্যাব্রিয়েল ৬; লাকমল ৩/২৫, কুমারা ২/৩১, রাজিথা ৩/২০, দিলরুয়ান ১/১৩)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৪) ২৪ ওভারে ৮১/৫ (গুনাথিলাকা ২১, উদাওয়াত্তে ০, ধনঞ্জয়া ১৭, কুসল মেন্ডিস ২৫*, রোশেন ১, ডিকভেলা ৬, দিলরুয়ান ১*; রোচ ১/২১, গ্যাব্রিয়েল ০/১৭, হোল্ডার ৪/২১, কামিন্স ০/১২)

Share Button

     এ জাতীয় আরো খবর