তানভীর আহম্মেদ ইমু UPDI জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে গর্ভধারীনি এক মা ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ছেলের অত্যাচারে নির্যাতিত মা রহিমা বেগমের মৌখিক অভিযোগে পুলিশ অত্যাচারি ছেলে ২সন্তানের জনক ইয়াবাসেবী শুকুর আলীকে (৩০) গ্রেফতার করা হয়। পুলিশ জানায় মা’কে নির্যাতনকারি ইয়াবাসেবী শুকুর আলীকে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। জানাযায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত ছোরাব উল্ল্যার ছেলে ২ সন্তানের জনক শুকুর আলী দীর্ঘদিন ধরে মদ, গাঁজা সেবন করে আসছিল। সম্প্রতি ইয়াবা ট্যাবলেট সেবনে আসক্ত হয়ে প্রতিদিন পঞ্চার্ধো গর্ভধারীনি মা রহিমা বেগমকে টাকার জন্য শারিরিকভাবে আঘাত করে আসছিল। দীর্ঘ ক’টা দিন রহিমা বেগম সহ্য করলেও অবশেষে অতিষ্ট হয়ে বিষয়টি পুলিশকে জানান। ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দেয়ার ব্যাপারে রহিমা বেগমের কাছে জানতে চাইলে অত্যাচারি ছেলের কাহিনী বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রাইভেট ডিটেকটিভ/১৯মে২০১৮/ইকবাল