রাকিব হোসেন ভোলা জেলা প্রতিনিধিঃ
ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে এবার প্রাণ গেল নাজিম উদ্দিন নামের এক যুবকের।
বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজে এ ঘটনা ঘটে। ফ্লাইওভারে মঞ্জিল ও শ্রাবণ সুপার পরিবহনের দুটি বাস মরিয়া—কে যাবে কার আগে। ওই ফ্লাইওভার দিয়েই গুলিস্তানে দিকে মটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। শ্রাবণ সুপার পরিবহনের বাসটি নাজিমের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে ফ্লাইওভারের রাস্তায় পড়ে যান, তারপরে বাসটি নাজিম উদ্দিনের বুকের ওপর দিয়ে চলে যায়। এভাবেই প্রাণ যায় ঢাকা ট্রিবিউনের জ্যেষ্ঠ বিজ্ঞাপন কর্মকর্তা এবং ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের। পুলিশ এ ঘটনায় মনজিল পরিবহন ও শ্রাবণ পরিহনের চালক ও হেলপারকে আটক করেছে। নাজিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী মো. রাসেল জানান, যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলযোগে সায়েদাবাদ জনপদ মোড়ের দিকে আসছিলেন নাজিম। এসময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস তাকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় ওই গাড়ীর পেছনে আরও একটি গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। দুটি বাসের ওভারটেক করার সময় নাজিম উদ্দিনের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান। ওইসময়ই একটি বাসের তার বুকের ওপর দিয়ে চলে যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, হানিফ ফ্লাইওভারের দুর্ঘটনায় শ্রাবণ পরিবহনের ড্রাইভার ও মনজিল পরিবহনের হেলপারকে আটক করে থানা আনা হয়েছে। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা যায়, নিহত নাজিমউদ্দিনের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কালমার বালুরচরে। তিনি ঢাকার শ্যামপুরে থাকতেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৮মে২০১৮/ইকবাল