January 3, 2025, 1:21 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু চলছে বিক্ষোভ

সংগীতা দাশ চকবাজার থানা( চট্টগ্রাম )প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর মুরাদপুর-হাটহাজারী সড়কের বিবিরহাটে ট্যাম্পুর ধাক্কায় সাগর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সাগর পাচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার বড় বাপের বাড়ির জসিম উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন,মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদর্শীদের থেকে নিশ্চিত হওয়া গেছে।তিনি আরো বলেন বিবিরহাটে একটি ট্যাম্পু বেপরোয়া ভাবে এসে শিশুটিকে হঠাৎ ধাক্কা দিলে শিশু সাগর মাথায় প্রচন্ড আঘাত পায়।প্রতক্ষ্যদর্শীরা দুপরে সোয়া দুইটার দিকে তাকে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ রাস্তাগুলো পারাপার আর চলাচলের জন্য একেবারে অযোগ্য হয়ে পড়েছে।অনিয়ন্ত্রিত সড়ক ব্যবস্থা, লাইসেন্স বিহীন চালক এবং চালকদের মাত্রাতিরিক্ত বেপরোয়া গাড়ী চালানোর কারণে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ১৫ বছরের নিচে ছেলেদেরও অটো টেম্পু টমটম চালাতে দেখা যায় যাদের চালকের কোন অভিজ্ঞতাই নেই।ট্রাফিক পুলিশরা এ সব চালকদের থেকে বিভিন্ন উপায়ে ঘুষ নিয়ে এসব কিছু দেখেও না দেখার মতো থাকে যার দরুন চালকরা রাস্তায় ধরাকে সরা জ্ঞান করে। তাছাড়াও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা হলেও সেগুলো কার্যকর পদক্ষেপের অভাবে বাতিলের খাতায় পড়ে থাকে আর চালকরা গ্রেফতার হলেও জামিনে সহজে বেড়িয়ে আসে। বিক্ষোভকারীরা জানান এ ধরণের অনিয়ন্ত্রিত সড়ক ব্যবস্থার আশু সমাধান চান তারা।
 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর