January 3, 2025, 5:35 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ঘাটাইল ডাক বাংলোর সামনের রাস্তা যেন মরণ ফাঁদ!

সুমন মিয়া, উপজেলা প্রাইভেট ডিটেক্টিভ ইনচার্জ,ঘাটাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ডাক বাংলোর সামনের রাস্তাটি যেন মরণ ফাঁদ। ঘাটাইল উপজেলা পরিষদ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দু-তিন ফুট গর্তে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ লোকজন চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল পৌরসভার প্রধান সড়ক এটি। ঢাকাসহ উত্তরবঙ্গের ১৭টি রোডের যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে।

এ ছাড়াও এই সড়কের সঙ্গে ২০/২৫টি সংযোগ সড়ক থাকায় প্রতিদিন হাজার হাজার যান চলাচল করছে। রাস্তার অধিকাংশই দু-তিন ফুট গর্ত হয়ে যাওয়ায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এ মহাসড়ক ঘেঁষেই উপজেলা পরিষদ, ঘাটাইল থানা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী অফিস, ডাক বাংলো, ডাকঘর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ঘাটাইল গণ পাইলট মডেল বিদ্যালয়, ঘাটাইল এসই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়, ঘাটাইল দাখিল মাদ্রাসা ও একটি জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজসহ ১০/১২টি শিক্ষাপ্রতিষ্ঠান এ মহাসড়কের পাশেই।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮/১০ হাজার শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বিদ্যালয়ে আসা-যাওয়া করছে। অসংখ্য খানা-খন্দে ভরা রাস্তার পাশ দিয়ে হেঁটে ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার পথে যানবাহনের চাকার পানি ছিটকে তাদের স্কুল ড্রেস নষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ জানান, রাস্তার বেহাল দশার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে।

ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) বলেন, রাস্তাটি যেহেতু সড়ক ও জনপথ বিভাগের। আমি ইচ্ছা করলেই পৌরসভা থেকে কাজ করাতে পারি না। তবে ঘাটাইল শহরের রাস্তার বেহাল এ  চিত্র জেলা সমন্বয় সভায় তুলে ধরেছি।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর