-
- অপরাধ, সারাদেশে
- সিরাজগঞ্জে বাস চাপায় অটোর দুই যাত্রী নিহত, আহত ৩
- আপডেট সময় May, 7, 2018, 5:02 pm
- 776 বার পড়া হয়েছে
মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার চড়িয়া কালিয়াবাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৩৬) ও আগরপুর গ্রামের বিপুল কুমার (২৬)। আহতদেরকে সিরাজগঞ্জ রোড সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সলঙ্গা থানার আমসাড়া গ্রামের বাবু হোসেনের অবস্থা গুরুতর।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আশরাফ জানান, পরিবহন সার্ভিস গ্রামীণ ট্র্যাভেলসের একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সলঙ্গা থানার রামারচর এলাকায় বাসটি যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৭মে২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর