January 3, 2025, 8:07 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

কমলগঞ্জে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় এলাকা ছাড়া একটি পরিবার

মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

কমলগঞ্জে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় বাড়ীতে আগুন লাগিয়ে এলাকা ছাড়া করা হয়েছে একটি পরিবারকে। এ মর্মান্তিক ঘটনাটি ঘঠেছে একই উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে সরিষকান্দী গ্রামে। জানা গেছে- গত মঙ্গলবার রাত অনুমান ৩টার দিকে ঘুমিয়ে থাকা নন্দলাল রোহিদাশের ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বত্ররা। এ সময় তাদের ঘরে রক্ষিত নগদ টাকা-কাঠপালংসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। জয়ন্তী রাণী রোহিদাশ ও দেওন্তী রোহিদাশ অভিযোগ করে বলেন- স্থানীয় রামপুর গ্রামের নীল মনি মালাকার দীর্ঘদিন যাবত আমাদের কু-প্রস্তাব দিয়ে আসছে এবং রাতের আধারে বাড়ীতে এসে নানান খারাপ খারাপ কথা বলতো। টাকা পয়সা দিবার লোভ-লালসা দেখাইতো। আমরা তার কু-প্রস্তাবে রাজী না হয়ে এই বাড়ী ছেড়ে বিগত ৪ মাস থেকে স্থানীয় নারায়নক্ষেত গ্রামের বিনদ রাম শব্দকরের বাড়ীতে বসবাস করে আসছি। ঘঠনার আগের রাতে আমার ভাইকে নীল মণি মালঅকার হুমকি-ধমকি দিয়ে বলে, “এই তোর ২ বোন (জয়ন্তী রাণী রোহিদাশ ও দেওন্তী রোহিদাশ) বাড়ীতে নাই কেন ? আমি বললাম টাকা দিব” তাদেরকে বাড়ীতে নিয়ে আস। তাতে আমার ভাই নন্দলাল রোহিদাশ রাজী না হওয়ায় মঙ্গলবার রাতে আমার ভাইয়ের বসবাসের ঘরে আগুন লাগিয়ে দেয় নীল মনি গংরা। এ ঘঠনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। কমলগঞ্জ থানার এস আই কৃঞ্চ মোহন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ঘরে আগুন লাগিয়ে মালামাল পুড়ানোর ঘটনাঠি সঠিক। সরেজমিন পরিদর্শন করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর