কলাপাড়া প্রতিনিধিঃ
কুয়াকাটা সৈকতের ইজি চেয়ারে বিশ্রামকালে পর্যটকের ছিনতাই হওয়া ডিএসএলআর ক্যামেরা, তিনটি মোবাইল সেট এবং দশ সহ¯্রাধিক টাকাসহ ব্যাগ বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে ছিনতাইকারী রাকিবুল ও আব্বাসকে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয়রা এ ঘটনায় এক কাউন্সিলরসহ মহিপুর থানা পুলিশকে দায়ী করেছেন।
জানা যায়, বুধবার মহিপুর থানা পুলিশ মাছ ফ্রাইএর দোকানি আশিককে ইয়াবাসহ আটক করে। এসময় সন্ধ্যায় সৈকতের বেলাভূমে একদল পর্যটক অবস্থানকালে ইজি চেয়ারে রাখা উপরোক্ত মালামাল বোঝাই ব্যাগ নিয়ে সটকে পড়ে আশিকের ভাই রাকিবুল ও তার সহযোগী আব্বাস।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানায়, পশ্চিম কুয়াকাটা গ্রামের খলিল গাজীর ছেলে রাকিবুল ও জামাল আকনের ছেলে আব্বাস চিহ্নিত ছিনতাইকারী হিসেবে পরিচিত। পর্যটকের আতঙ্কে পরিণত হয়েছে। কিন্তু পুলিশ এবং এক কাউন্সিলরের রহস্যজনক ভূমিকায় তারা এসব করেও বারবার পার পেয়ে যাচ্ছে। পর্যটকের জান-মালের নিরাপত্তা বিধানে এমন উদাসীনতায় সাধারন মানুষসহ সৈকতপাড়ের দোকানিরা ওই কাউন্সিলর আর থানা পুলিশের উপড় ক্ষুব্ধ।
মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছেন।
প্রাইভেট ডিটেকটিভ/৪মে২০১৮/ইকবাল