-
- সারাদেশে
- ঝিনাইদহে সদর উপজেলার লাউদিয়া ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৫
- আপডেট সময় May, 3, 2018, 10:22 am
- 622 বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে বুধবার দুপুরে ট্রাক- ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক মাহবুব হোসেন (৪০), লাউদিয়া গ্রামের হাজেরা খাতুন (২৩) যাশোর সদর উপজেলার আসলাম হোসেন (৩৩)। অপর দুজনের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আহত তিনজনের অবস্থা আশংকাজনক।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ঝিনাইদহ সার্কেল ) জানান, ঝিনাইদহ শহর থেকে যাত্রী নিয়ে ইজিবাইক যশোর সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। লাউদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি মংধর্ষ হয়। এতে ইজিবাইকটি চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর আরো দুজন মারা যান।
প্রাইভেট ডিটেকটিভ/৩মে২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর