মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” -এ শ্লেগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮ পালিত হয়েছে আজ ২৮ এপ্রিল সকালে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের এর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ,জিএম আল-মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি রমা কান্ত দাস গুপ্ত ও সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন- সামাজিক প্রতিবন্ধকতা বা আর্থিক দৈন্যতার কারণে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে ২০০০ সালে ‘আইনগত সহয়তা প্রদান আইন’ পাস করা হয়। এর আওতায় সরকার সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির মাধ্যমে অসহায়, দরিদ্র ও নিঃস্ব জনগণকে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে। তাই ন্যায়বিচার থেকে একটি মানুষ যাতে বঞ্চিত না হয় এপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/২৮এপ্রিল২০১৮/ইকবাল