মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা: খ্রীশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমানের ২শত ৬৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: ছাদিক আহমদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, বাহোপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট হোমিও প্যাথিক পরিষদের সভাপতি ডা: বীরেন্দ্র চন্দ্র দেব, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ ও শিশু বিশেষজ্ঞ ডা: এ কে জিল¬ুল হক । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, সিলেট হোমিও প্যাথিক পরিষদের সাধারণ সম্পাদক ডা: সত্যরঞ্জণ দে, বাহোপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক (স্বাস্থ্য ও ত্রাণ) ডা: দীলিপ কুমার দাশ, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সভাপতি ডা: শৈলেন্দ্র কুমার পাল, বড়লেখা উপজেলা শাখার সভাপতি ডা: প্রনব কুমার দলপতি, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা: বিনয় শর্মা, শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি ডা: শাহ আজিজ, রাজনগর উপজেলা শাখার সদস্য ডা: ঋষি কেশ পাল, কুলাউড়া উপজেলা শাখার সদস্য ডা: আব্দুস সুবহান মধু, ডাঃ হোমায়ূন কবির, ও ডা: মো: নুরুজ্জামান ফারুক আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: কানু পদ দত্ত। অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন- মৌলভীবাজারে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের অতীব প্রয়োজনীয়তা রয়েছে এবং কলেজ স্থাপনে সার্বিক সহযোগীতার আশ্বাস তাঁরা প্রদান করেন। বক্তাগন একমত পোষন করেন যে, হোমিওপ্যাথি চিকিৎসা স্বল্প খরচে সর্বস্থরের রোগীদের চিকিৎসা করে যাচ্ছে বিশেষ করে গরীব ও অসহায় রোগীদের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। সভাপতি ডা: ছাদিক আহমদ সভায় কলেজ স্থাপনের জন্য প্রধান অতিথি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এর কাছে সরকারি ভাবে ভূমি প্রদানের দাবী উত্ত্বাপন করেন এবং যদি সরকারি ভাবে কোন জমির বন্দোবস্থ না হয় তাহলে তিনি তাঁর বাড়ীর সম্মুখে কলেজ স্থাপনে প্রয়োজনীয় ভূমি দান করবেন বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন। সভায় জেলায় কর্মরত হোমিওপ্যাথি চিকিৎসক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভার প্রারম্ভে পরলোকগত হোমিওচিকিৎসকদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২২এপ্রিল২০১৮/ইকবাল