দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে জালটাকা প্রয়োজনীয় সরঞ্চামসহ পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জর করেছেন।
রোববার রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ জাল টাকার সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে বাংলাদেশী, বাহরাইন, আমেরিকা ও ওমানের জাল টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ৩ জন হলেন চিরিরবন্দর উপজেলার ইয়াকুবপুর গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র মহির উদ্দিন, জোত রামধনপুর গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র মাহাবুর রহমান, নারায়নগঞ্জের ফতুল্লাপুর আব্দুল জলিল মোড়লের পুত্র বাহরাইন প্রবাসী মো. শাকিল মোড়ল। তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আটক ৩ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জর করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১০এপ্রিল২০১৮/ইকবাল