January 4, 2025, 6:11 am

সংবাদ শিরোনাম
গৌরনদীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামে ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ শিবচরে স্থানীয় সালিশ-মীমাংসায় ন্যায় বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা কুড়িগ্রামের রাজারহা‌টে আওয়ামীলীগের সভাপতি আবুনুর গ্রেপ্তার আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না : ডাঃ শফিকুর রহমান মৌলভীবাজারে নাসির আহমদ শাহীন আমন্ত্রণমূলক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জের দৈনিক সময় পত্রিকার সম্পাদক সহ ২ জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর আদালতে মামলা সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন

জামিন না হওয়ার কারণ জানতে চান খালেদা জিয়া তার আইনজীবীদের কাছে

মোঃ ইকবাল হাসান সরকারঃ

আইনজীবীদের কাছে নিজের জামিন না হওয়ার কারণ জানতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার সন্ধ্যায় নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তার আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কারা ফটকে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট মাহবুব হোসেন এবং এ জে মোহাম্মদ আলী। মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম খালেদা জিয়া আমাদের কাছে জানতে চেয়েছেন—কারও সাজা হলে হাইকোর্ট জামিন দিয়ে দেয়, কিন্তু আমার জামিন হচ্ছে না কেন?। হাইকোর্টও (জামিন) দেরি করেছে, আপিল ডিভিশনও স্থগিত করেছে কেন? আমরা ম্যাডামকে এর কোনও উত্তর দিতে পারিনি। খালেদা জিয়ার সঙ্গে আইন ও মামলার বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট মাহবুব হোসেন বলেন, আমাদের সঙ্গে রাজনৈতিক কোনও আলোচনা হয়নি। আমরা তাকে আশ্বস্ত করেছি দেশে যদি আইনের শাসন থাকে তাহলে এই স্বৈরসরকার মামলা দিয়ে আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি কারাগার থেকে মুক্তি পাবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে আরেক আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তার শারীরিক অবস্থা অনেক ভালো। মনোবলও চাঙ্গা রয়েছে। উল্লেখ্য, গত ৮ ফ্রেরুয়ারি   জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর