January 3, 2025, 10:24 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে বোরহানউদ্দিনে আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিব হোসেন, ভোলা প্রতিনিধিঃ

গণহত্যা দিবস উপলক্ষে এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা আ’লীগের কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি প্রধান অতিথি’র বক্তব্য গনহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস সবাইকে যথাযথ ভাবে পালন করার আহবান জানান। আরোও বক্তব্য রাখেন- পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, পৌর আ’লীগের আহ্বায়ক আহসান হাবিব প্রমূখ। এসময় উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে গনহত্যা দিবস উপলক্ষে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে রবিবার বিকাল ৫টায় আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমূখ। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এর বাস ভবন, উপজেলা প্রশাসন ও পৌর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। গনহত্যা দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় রাত ৯.১ মিনিটে ব্ল্যাক আউট পালিত করা হবে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর