কালিহাতী প্রতিনিধিঃ
বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদ কালিহাতী উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মত্ শাহীনা আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, টাঙ্গাইল জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, কালিহাতী উপজেলা শাখার সভাপতি কাইয়ুম বিপ্লব, কার্যকরী সভাপতি ইথার সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ কালিহাতী উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা পোল্ট্রি খামারিরা।
প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল