পুডিং বানাতে গিয়ে দগ্ধ শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
পুডিং বানাতে গিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। বেগম সিরাজুন্নেছা হলে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান। দগ্ধ নুরুন্নাহার হাসিকে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সমাজকর্ম বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী। হাসির বন্ধু কামরুল হাসান বলেন, রাতে হলের একটি রান্না ঘরে পুডিং বানাচ্ছিল হাসি। এ সময় পুডিং বানানোর বক্সটি ফেটে গেলে তার শরীর মুখম-ল দগ্ধ হয়। তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে বলে চিকিৎসকদের বরাত দিয়ে কামরুল জানান। প্রক্টর বলেন, ঘটনার পর পরই হাসিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।