December 28, 2024, 10:26 am

চট্টগ্রামে বিএনপির জনসভা ১৫ মার্চ খালেদা জিয়ার মুক্তির দাবিতে

চট্রগ্রাম প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নগরীর লালদীঘি ময়দানে জনসভা করবে চট্টগ্রাম বিএনপি। গতকাল শুক্রবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ মার্চ লালদীঘি ময়দানে চট্টগ্রাম বিএনপি’র উদ্যোগে জনসভা করা হবে। আশা করি প্রশাসন জনসমাবেশের অনুমতি দিয়ে সহযোগিতা করবে। লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি না পেলে পরবর্তীতে বিকল্প কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকার দলীয় যে কোনো কর্মসূচির অনুমতি মেলে। পুলিশ তাদের নিরাপত্তা দেয়। কিন্তু একটি রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিএনপি অনুমতি পায় না। অনুমতি পেলেও চট্টগ্রামসহ সারাদেশে পুলিশ বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনের মুক্তি দাবি জানিয়ে নেতারা বলেন, শাহাদাতসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় উচ্চ আদালত জামিন দেন। কিন্তু ডা. শাহাদাতের জামিন প্রক্রিয়া বিলম্বিত করার হীনমানসে পুলিশ নতুন করে ফেনীতে বেগম জিয়ার গাড়িবহরে হামলার একটি মামলায় পুনরায় গ্রেফতার দেখিয়েছে। ফেনীতে কারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে মিডিয়ার মাধ্যমে দেশবাসী তা অবহিত আছেন। শাহাদাতকে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হলে চট্টগ্রাম থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপি নেতারা ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান।
প্রািইভেট ডিটেকটিভ /১০মার্চ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর