January 3, 2025, 2:25 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে ঘটনায় ৮ জন আহত ॥ আটক ১০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :


সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় অন্তত ৮জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহতাবস্থায় ২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে ।
গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুর রজাক ও আবুল কালাম পক্ষের লোকজনের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গরু চরানোকে কেন্দ্র করে গতকাল সোমবার সকাল ৮.৩০ মিনিটে টায় আব্দুর রজাক পক্ষের ছালিক মিয়া ও আবুল কালাম পক্ষের কামরুল ইসলামের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু-ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয় । গুরুতর আহত কয়েছ মিয়া (১৮), মনির মিয়া (২৬) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং আব্দুল মজিদ (৬০), কামাল মিয়া (৩২), শাহিন (২০) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলো খালেদ মিয়া (২৭), আব্দুল মতিন (৬০), গউছ মিয়া (৬০), আব্দুল মছব্বির (৭০), ছালিক মিয়া (৪৬), কামরুল ইসলাম (৩২), ওসমান গনি (২৮), আসিক মিয়া (৫৫), আ.মুহিত (৫০), আইয়ুছ মিয়া (৪০) ।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি।সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর