October 9, 2024, 11:27 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

শ্রীদেবীর মৃত্যুর পেছনে দাউদ ইব্রাহিমের হাত! মরদেহ এখনও দুবাই মর্গে

অনলাইন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু নিয়ে ইতোমধ্যে নানা ধরনের রহস্য সৃষ্টি হয়েছে। তার মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এবার সেই সন্দেহের পারদ আরও চড়িয়ে দিলেন ভারতের রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য, ‘শ্রীদেবী কেবল খুনই হননি, এর পেছনে দাউদ ইব্রাহিমের যোগসাজশ আছে।’

সাংসদ বলেন, প্রসিকিউশন কি বলে, এখন সেটাই দেখার বিষয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোর কোনো ধারাবাহিকতা নেই। শ্রীদেবী কখনও মদ ছুঁয়ে দেখেননি। তাহলে তার শরীরে কীভাবে অ্যালকোহল মিলল? তখন সিসিটিভি’র কী হয়েছিল? মিডিয়ার আগেই পৌঁছে গেলেন ডাক্তাররা, আর বলে দিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে!

প্রসঙ্গত, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় শ্রীদেবীর রক্তে অ্যালকোহল পাওয়া গেছে। দুর্ঘটনাবশত ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে দুবাই পুলিশ। সব কাজ সারার পর দুবাই পাবলিক প্রসিকিউশন ছাড়পত্র দিলে তবেই তারকার মরদেহ ভারতে আনা যাবে।

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মন্তব্য করছিলেন এই নেতা। এক পর্যায়ে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দাউদ ইব্রাহিমের সঙ্গে সিনেমার অভিনেত্রীদের অবৈধ সম্পর্কের দিকটিতেও আমাদের আলোকপাত করতে হবে।

অন্যদিকে,  বলিউডের ফিমেল সুপারস্টার খ্যাত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর তৃতীয় দিন পেরিয়ে গেছে। কিন্তু এখনো তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেনি দুবাই পুলিশ। মূলত পুলিশের ফরেনসিক প্রতিবেদনে শ্রীদেবীর দেহে অ্যালকোহলের আলামত ও বাথটাবের পানিতে ডুবে মৃত্যু হয়েছে উল্লেখ করার পর এ জটিলতা সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে মামলাটি পুলিশের পক্ষ থেকে দুবাই পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে ছাড়পত্র পেলেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে প্রসিকিউশন ও দুবাই পুলিশ বলছে, যেহেতু শ্রীদেবীর মৃত্যুর বিষয় নিয়ে রহস্য ও জটিলতা সৃষ্টি হয়েছে তাই শতভাগ নিশ্চিত হয়ে তারা মরদেহ হস্তান্তর করতে চায়। এই কেসটি খুব স্পর্শকাতর হবার কারণে তারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না।

উল্লেখ্য, মোহিত মারওয়ার বিয়েতে কাপুর পরিবারের সবাই উড়ে গিয়েছিলেন দুবাই। অনুষ্ঠান শেষে অন্যান্যরা ফিরে এলেও বনি কাপুর, শ্রীদেবী ও ছোট মেয়ে খুশি সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার রাতে শ্রীদেবীর একটি নৈশভোজের নিমন্ত্রণ ছিল। কিন্তু সেখানেও তিনি যাননি। এদিন রাতেই বাথরুমে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ তারকা।

Share Button

     এ জাতীয় আরো খবর