খন্দকার সোহেল রানা সৈকতঃ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে তার কথিত প্রেমিক নওগাঁ পৌর এলাকার মুমিনের প্রতিবেশীর বাড়ি থেকে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে করে পুলিশ ও র্যাবের একটি চৌকস দল।
বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দৈনিক প্রাইভেট ডিটেকটিভকে জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। এবং সেই সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। সেই সময় মুমিন ও সুবাকে না পেয়ে মুমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে, সুবা তাদের কাছেই রয়েছে। তার এমন স্বীকারক্তির ভিত্তিতে তাদের প্রতিবেশীর বাড়ি থেকে ঘাপটি মেরে থাকা অবস্থায় সুবা ও মুমিনকে উদ্ধার করে পুলিশ এবং র্যাব-৫। এরপর র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।
খবরে জানা যায়, কিছু দিন আগে সুবার মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য বরিশাল থেকে তারা সপরিবারে ঢাকায় এসে তার ফুফুর বাড়িতে উঠে। সুবার বাবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকের) একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তার নিখোঁজের খবরটি ব্যপক ভাইরাল হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা জানিয়েছে টিকটকের সুবাদে মুমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনকে আরও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।