রাজশাহী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন উন্নত বাংলাদেশ দিব। নূহ নবীর আমল থেকে নৌকা মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই নৌকাই আমাদের স্বাধীনতা দিয়েছিল। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজ দেশ উন্নত হচ্ছে। আজ বিকেলে রাজশাহীতে দলীয় জনসমাবেশে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, খেয়ে-পড়ে সুখে থাকতে নৌকা মার্কায় ভোট দিন। আপনেদের সেবা করার সুযোগ দিন। সামনে সিটি করপোরেশন নির্বাচন, ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকা মাকায় ভোট দিন। কথা দিচ্ছি- আপনাদের সেবা করব। উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলব।
এসময় রাজশাহীবাসীর কাছে ওয়াদা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ওয়াদা করুণ- নৌকা মার্কায় ভোট দেবেন। জনসভায় উপস্থিত জনতা দুই হাত উঁচু করে প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেন।