January 2, 2025, 8:59 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

পটুয়াখালীতে গাছের সাথে শত্রুতা

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় রাতের আধারে কৃষক আবু ছালেহ মৃধার লক্ষাধিক টাকার ফলন্ত লাউ গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

রবিবার রাতে কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ট্যুরিস্ট পুলিশ অফিস সংলগ্ন এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কৃষক আবুছালেহ মৃধা জানান, ১ একর ২০ শতক জমিতে ৩শ’ ৮০টি লাউ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেছেন তিনি। প্রতিটি গাছে লাউ ধরেছে।

রবিবার রাতে কে বা কারা ৬০ শতক (২ বিঘা) জমির ফলন্ত লাউ, চাম্বল, রেইনট্রি, আম, ফলদ ও বনজ সহ প্রায় আড়াই শতাধিক গাছ কেটে ফেলেছে। তবে তার ধারণা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।

এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক আবু ছালেহ।

কৃষক আবু ছালেহ মৃধার জামাতা নুরুল আমিন গাজী দাবি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ আলী গাজীর সাথে জমাজমি নিয়ে বিরোধ চলছে। এ কাজ তিনি সহ তার পরিবারের লোকজন ছাড়া অন্য কেউ করেনি।

এবিষয়ে ইউসুফ আলী গাজীর সাথে কথা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। কে বা কারা এ কাজ করেছে তা আমার জানা নেই।

তার দাবী আবু ছালেহ মৃধা গংরা তার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলে নিয়ে চাষাবাদ করছে। তার ধারণা নিজেরা লাউ গাছ কেটে এখন তাকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর পায়তারা চালাচ্ছে।

এ বিষয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান, এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

Share Button

     এ জাতীয় আরো খবর