ডিটেকটিভ ডেক্স :
সাবেক যুবদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী আকবর চুন্নু বলেন,
পার্শ্বপতী রাষ্ট্রের ছোট্ট এই দেশটাকে নিয়ে কেন এত মাথাব্যথা। আমার দেশের সমস্যা সমাধান আমরা করবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঐ রাষ্ট্রটি পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করতে চাচ্ছেন। বিজেপির নেতারা বর্তমান সরকার প্রধানসহ হুংকার দিচ্ছেন স্বাধীন সার্বভৌম বিপন্ন করবেন। অশান্তি সৃষ্টি করবেন সীমান্ত দেখিয়ে দেবেন।
হায়রে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কারো কাছে মাথা নত করতে জানেনা।
সীমান্তটা ওনাদের আমরা বলব সঠিক পথ অবলম্বন করুন।
আপনারা বলেছেন যে আমাদেরকে দেখিয়ে দিবেন আর আমরা আঙ্গুল চুষবো। এই চিন্তা ধ্যান ধারণা মাথা থেকে পরিহার করুন।
ইসকন একটি উগ্রবাদী সন্ত্রাসী গুষ্টি আমার দেশের আইন-শৃঙ্খলা অবনতি ঘটিয়ে ফায়দা লোটার জন্য হুংকার দিচ্ছেন।
বর্তমান সরকারকে বলব যে সন্ত্রাসী গুষ্টির সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করবেন।
জঙ্গি গোষ্ঠী কে নিষিদ্ধ করতে হবে সে যেই হোক না কেন।
আশা রাখবো যে বর্তমান সরকার যদি ব্যর্থ হলে জাতির ঘাড়ের উপরে জগদ্দল পাথরের মতন ষড়যন্ত্রকারীরা চেপে ধরবে। আমাদের পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার রক্ষা করতে হবে।
রোহিঙ্গাদের কে তাদের দেশে ফিরিয়ে দিতে হবে সেই জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের পদ বেছে নেবেন। জাতি তাই আশা করেন বর্তমান সরকারের নিকট।