November 14, 2024, 10:38 pm

সংবাদ শিরোনাম
মণিপুরী মহারাসলীলা উৎসবে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সজাগ সেনাবাহিনী ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা অবিলম্বে তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ঘোড়াঘাটে শ্বাসরোধে যুবককে হত্যা স্ত্রী আটক পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ন্যায্য জ্বালানি রূপান্তর ক্যাম্পেইনে মোংলায় অবস্থান কর্মসূচি উদ্বোধন হলো বেনাপোল  কার্গো ভেহিকেল টার্মিনাল।কমবে ভোগান্তি, বাড়বে রাজস্ব মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় ‘চার্জশিট থেকে নাম কাইটে দিমুনি’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

নন্দীগ্রামে মায়ের ওপর অভিমান করে ১০ শ্রেণির ছাত্রীর আত্মাহত্যা

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ- নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে বিথী খাতুন নামে দশম শ্রেণির ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। বিথী খাতুন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

জানা গেছে, সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিথী খাতুন সবার অজান্তে নিজ বাড়িতে বিষপান করে। পরে তার মা বিষপানের বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু ঘটে।

এবিষয়ে বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। এরপর পুলিশ তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তারপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহের ময়না তদন্ত করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, পিতা-মাতা তাকে বিবাহ দেওয়ার কথা বললে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মায়ের ওপর অভিমান করে বিথী খাতুন বিষপান করে আত্মহত্যা করে। বিথী খাতুন নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো।

Share Button

     এ জাতীয় আরো খবর