November 14, 2024, 12:42 pm

সংবাদ শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় ‘চার্জশিট থেকে নাম কাইটে দিমুনি’ বলা সেই যুবদল নেতাকে শোকজ জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ৪ লেন প্রকল্পে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন মোংলায় ভূমিদস্যু জাকির গাজীর বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ জাপা নেতা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়ে লাপাত্তা আয়োজকরা, গণমাধ্যমে কথা বললেন ভুক্তভোগীরা উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের শিক্ষায় এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ম্যাটাডোর গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব এ্যডভোকেট মোঃ শাহালম নিজেই একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা ৫০ লাখ

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

প্রইভেট ডিটেকটিভ ডেক্স:

অন্তর্র্বতী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। রোববার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তারা।

রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধির কথা জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

ছাত্র-জনতার অভ‚্যত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওইদিনই ভারতে চলে যান তিনি। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৪ সদস্যের অন্তর্র্বতী সরকার গঠিত হয়।।
ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

এরপর তাঁদের সঙ্গে নতুন আরও চার উপদেষ্টা শপথ নেন গত ১৭ আগস্ট। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২১। নতুন করে ৩ জনসহ উপদেষ্টা শপথ নিয়ে উপদেষ্টা সংখ্যা দাড়ালো ২৪ জনে।

Share Button

     এ জাতীয় আরো খবর