November 14, 2024, 10:05 am

সংবাদ শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় ‘চার্জশিট থেকে নাম কাইটে দিমুনি’ বলা সেই যুবদল নেতাকে শোকজ জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে ৪ লেন প্রকল্পে নকশা পরিবর্তনের দাবীতে মানববন্ধন মোংলায় ভূমিদস্যু জাকির গাজীর বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ জাপা নেতা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়ে লাপাত্তা আয়োজকরা, গণমাধ্যমে কথা বললেন ভুক্তভোগীরা উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত পার্বত্য বান্দরবানের পিছিয়ে পড়া শিশু ও নারীদের শিক্ষায় এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ম্যাটাডোর গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব এ্যডভোকেট মোঃ শাহালম নিজেই একটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে কারসাজিতে সাকিবের আয় ৯০ লাখ, জরিমানা ৫০ লাখ

পার্বতীপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমজাদ হোসেন-পার্বতীপুর,প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩ টায় পার্বতীপুর শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। পার্বতীপুর পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ, জেড, এম রেজওয়ানুল হক। উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.জেড.এম মেনহাজুল হক। পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, সদস্য সচিব মাহাবুর রশীদ সংগ্রাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিগত সরকারের দুঃশাসন ও অন্যায়-অত্যাচারের নানাদিক তুলে ধরেন। সভা উপলক্ষে দুপুর থেকেই উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল সভায় যুক্ত হয়ে সভাটিকে সাফল্যমন্ডিত করে। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিলে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পৌর বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল, মহিলা দল, জাসাস, উপজেলার বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৬টায় উপজেলা জাসাসের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর