July 2, 2024, 10:24 am

সংবাদ শিরোনাম

পার্বতীপুরে ৩দিন ব্যাপি কৃষি মেলার শুভ উদ্বোধন ও বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আমজাদ হোসেন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদকে সামনে রেখে, দিনাজপুরের পার্বতীপুর কন্দাল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়। ২৬ জুন ২০২৪ইং বুধবার সকাল ১১টায় কৃষি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয় এবং র‍্যালী শেষে ফিতা কেটে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন পৌর মেয়র মো: আমজাদ হোসেন।

মেলায় ১০ টি স্টলে কন্দাল জাতীয় ফসল এবং বিভিন্ন ফলজ,বনজ বৃক্ষ প্রদর্শন করা হয়।
আমন্ত্রিত অতিথিগন কৃষি মেলা পরিদর্শন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ;
কৃষি সম্প্রসারন অফিসার লুৎফুন নাহার এর সঞ্চালনায়, মেলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন ও মহিলা ভাইস সুলতানা নাসরিন ও শেষে প্রধান অতিথি পৌর মেয়র আমজাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন উফশী ফসলের বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণের শুভ উদ্বোধনে ৩ নং রামপুর ইউনিয়নের আড়াইশো কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর