January 3, 2025, 9:03 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

শাহজাদপুরে নবনির্মিত সেতুতে স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাসুদ রানা, শাহজাদপুর :

নিখোঁজের দু’দিন পর শাহজাদপুরের নবনির্মিত একটি সেতুতে ঝুলন্তাবস্থায় খন্দকার নজরুল ইসলাম বাবুল (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯ টার দিকে করতোয়া নদীর ওপর নবনির্মিত গাড়াদহ সেতুর রেলিং থেকে ঝুলন্তাবস্থায় ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল ৬টায় স্থানিয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম এ বিষয়ে বলেন,  নিহত নজরুল ইসলাম বাবুল উল্লাপাড়া উপজেলার নলসোন্দা গ্রামের হাজী খন্দকার নজাবত আলীর ছেলে। তিনি শাহজাদপুর উপজেলার মাকড়কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ।

নিহতের অাত্মীয় স্বজন সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ ফেব্রুয়ারি) স্কুলে দায়িত্বপালন শেষে শিক্ষক নজরুল ইসলাম বাবুল আর বাড়ি ফেরেন নি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শাহজাদপুরের গাড়াদহ সেতুর রেলিংয়ে নিহতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। শাহজাদপুর থানার এসআই গোলজার হোসেন জানান, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এদিন দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুল শিক্ষক আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে নিহতের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পকেট থেকে পাওয়া একটি সুইসাইড নোটে ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে।” এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর