July 1, 2024, 10:56 am

সংবাদ শিরোনাম
শার্শায় এইসএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত- ৪৬ ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ বিশ্ব যোগ দিবস ২০২৪ পালিত কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী

ফখরুলের নামে অপপ্রচার রংপুর ছাত্রলীগের সাবেক সভাপতির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

 

ডিভিশনাল ব্যুরো

ফখরুলের নামে অপপ্রচার ছাত্রলীগের সাবেক
সভাপতির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

ফেসবুকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অপপ্রচার চালানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ের আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছে  বলে এক আইনজীবী ।

ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে গতকাল বৃহস্পতিবার ৩১ আগস্ট মামলার আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. জয়নাল আবেদিন।

এতে মেহেদী হাসান রনি কে অভিযুক্ত করা হয়।
অভিযুক্ত মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আবু বক্করের ছেলে।

মামলার বাদী সাংবাদিকদের বলেন, ‘বিএনপির মহাসচিব একজন স্বচ্ছ রাজনৈতিক নেতা, যিনি নিজের জমি বিক্রি করে রাজনীতি করছেন ও সংসার চালাচ্ছেন।
ফেসবুকে তার নামে ভুয়া স্ট্যাটাস নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ।
আমরা মনে করি সরকারের মদদপুষ্ট হয়ে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।
আমরা আদালতে মামলা করেছি।
সরকারি অনুদানের চেক বিষয়ে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট প্রচারণা করার কারণে দেশ জাতি ও জনগণের কাছে হেয়প্রতিপন্নসহ মহাসচিব ও তার স্ত্রীর ব্যাক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং আনুমানিক ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলা রুজু করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রমেশ কুমার দাগা মামলাটি আমলে নিয়েছেন।

সম্প্রতি ফেসবুকে ৫০ লাখ টাকার একটি চেকের ছবি ভাইরাল হয়।
সেখানে বলা হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে মির্জা ফখরুল।

Share Button

     এ জাতীয় আরো খবর