আব্দুল কাদের, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসমত আরা (৪০) নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে।
প্রভাষক ইসমত আরার স্বামী প্রভাষক কামরুজ্জামান জানান, তাদের মেয়ে রাণীগঞ্জের একটি হাফিজি মাদরাসায় পড়াশোনা করেন। তার মেয়ের সমাপনী পরীক্ষা ছিল।
পরীক্ষা শেষে মেয়ে কে নিয়ে নিজ বাসভবন দাউদপুরের দিকে রওয়ানা হয়। কিন্তু তারা স্বামী স্ত্রী সহ তার মেয়েকে নিয়ে ভাদুরিয়া বাজার থেকে একটু দূরে আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় তার বিপরিত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের এল ইডি আলো প্রভাষক কামরুজ্জামানের চোখে এসে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা কাটা ধান বোঝা দাঁড়ানো ভ্যানের সাথে ধাক্কা লাগে। মোটরসাইকেলে থাকা তিনজনই শিটকে পড়ে যায় এ সময় কামরুজ্জামানের স্ত্রীর মাথায় আঘাত প্রাপ্ত হলে সজ্ঞে সজ্ঞে দাউদ বাজারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেওয়া। তার পরের দিন রবিবার সকাল ১০ ঘটিকায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত প্রভাষক ইসমতআরা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।