-
- আঞ্চলিক সংবাদ, জেলা সংবাদ
- কাহালুতে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
- আপডেট সময় December, 12, 2022, 7:40 pm
- 116 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার (ক্রাইম), বগুড়া :-
বগুড়ার কাহালু উপজেলায় সোমবার সকাল ১১.০০টায় খাদ্য গুদাম চত্বরে চলতি আমন মৌসুমে ১০২১ মেঃ টন ধান ও ১৫৭৯ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নিয়ে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ মৌসুমে ধান ও চাল সংগ্রহ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও ইউএনও পাপিয়া সুলতানা।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল মুনসুর খান, মিলার আলহাজ্ব মুনসুর রহমান, আলহাজ্ব জয়নাল আবেদীন, আব্দুল হাকিম বাবলু, জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে সরকার নির্দ্ধারিত মূল্যে ২৮ টাকা কেজি দরে ১০২১ মেঃ টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪২ টাকা কেজি দরে ১৫৭৯মেঃ টন চাল কিনবে।
এই সংগ্রহ অভিযান আগামী ২৮-১২-২৩ ইং পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে পাঁচ ভাই চাউল কল মালিক জিয়াউর রহমান এর কাছ থেকে ২০ মেঃটন চাল সংগ্রহ হলেও কোন কৃষককে খাদ্য গুদামে ধান দিতে দেখা যায়নি।
এ জাতীয় আরো খবর