এস আর সোহেল রানা(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম হোসেন, বিপিএম(বার) ও আতিঃপুলিশ সুপার সনাতন চক্রবর্তী,(ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার আফিসার কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযানে।
রাজশাহী পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় ইং ১/০৭/২০২২ তারিখ অভিযান পরিচালনা করিয়া তানোর থানাধীন কামারগাঁ গ্রাম হইতে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ আসামী ১।মোঃ ইসমাইল হোসেন, পিতা-মোঃ নাদের মেকার, সাং-দেবীপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ গ্রেফতার করতঃ মামলা রুজু করা হয়। CR- W/A পরোয়ানা মুলে ১। মোঃ আবু বাক্কার সিদ্দিক, পিতা-মৃত করিম, সাং-চিনাশো ২। আহাদ আলী, পিতা-সিরাজ উদ্দিন, সাং-পিপড়া, উভয় থানা-তানোর, জেলা-রাজশাহীদের গ্রেফতার করতঃ অদ্য ইং ২০/০৭/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।