January 9, 2025, 10:04 pm

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

কুরিয়া‌র সা‌র্ভিসে বু‌কিং দি‌তে আসা কার্টন খু‌লে মিল‌লো ‌ফে‌ন্সি‌ডিল 

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি:

কু‌ড়িগ্রাম শহ‌রের এক‌টি কু‌রিয়ার সা‌র্ভিসের অ‌ফি‌সে বু‌কিং দি‌তে আসা এক‌টি কার্টন থে‌কে দেড়শ’ বোতল ফে‌ন্সি‌ডিলসহ ভারতীয় প্রসাধনী জব্দ ক‌রে‌ছে পুলিশ। শনিবার (১৬ এ‌প্রিল) সন্ধ‌্যায় শহ‌রের ক‌লেজ মো‌ড়ে অব‌স্থিত সদাগর এক্স‌প্রেস লি‌মি‌টেড নামক কু‌রিয়ার সা‌র্ভিসের অ‌ফিস থে‌কে এসব মালামাল জব্দ ক‌রে পু‌লিশ।

 

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) জিয়াউর রহমান এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

সদাগর কু‌রিয়ার সা‌র্ভিসের কু‌ড়িগ্রাম অ‌ফি‌সের ম‌্যা‌নেজার র‌বিউল ইসলাম জানান, শ‌নিবার সন্ধ‌্যার পর অজ্ঞাত এক ব‌্যক্তি সাদা প‌লিব‌্যা‌গে মোড়া‌নো এক‌টি কার্টন নি‌য়ে এ‌সে তা বু‌কিং কর‌তে চান। কার্টনের ভেতর কী মালামাল আ‌ছে তা খু‌লে দেখ‌তে চাই‌লে ওই ব‌্যক্তি কৌশ‌লে ফো‌নে কথা বল‌তে বল‌তে ‘উধাও’ হ‌য়ে যায়। কিছু সময় অ‌পেক্ষা করার পর কার্টন খু‌লে ভেত‌রে ফে‌ন্সি‌ডিলসহ প্রশাধনী সামগ্রী দেখ‌তে পে‌য়ে হেড অ‌ফিস সহ স্থানীয় থানা পু‌লিশে খবর দেওয়া হয়। প‌রে পু‌লিশ এ‌সে মালামাল জব্দ ক‌রে। কার্টন নি‌য়ে আসা ব‌্যক্তি‌কে চিন‌তে পা‌রে‌ননি ব‌লেও জানান ‌তি‌নি।

 

পু‌লিশ জানায়, জব্দ মালামা‌লের ম‌ধ্যে ‌ছিল ১৪৯ বোতল ফে‌ন্সি‌ডিল, তিন শতা‌ধিক খা‌লি মোড়কসহ ৮৭ পিচ স্কিন সাইন না‌মে ভারতীয় প্রসাধনী এবং গোড‌রেজ বে‌বি সাবান তিন পিচ। ত‌বে প্রশাধনীগু‌লো মূলত বিভ্রান্ত করার জন‌্য ফে‌ন্সি‌ডি‌লের বোত‌লের ওপর ঢে‌কে দেওয়া ছিল।

 

উদ্ধারকৃত মালামা‌লের আনুমা‌নিক মূল‌্য প্রায় অর্ধ লক্ষ টাকারও বে‌শি ব‌লে জানায় পু‌লিশ। 

 

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) জিয়াউর রহমান ব‌লেন, ‘তাৎক্ষ‌ণিকভা‌বে জ‌ড়িত ব‌্যক্তি‌কে সনাক্ত করা সম্ভব হয়‌নি। এ ঘটনায় অজ্ঞাত ব‌্যক্তি‌কে আসা‌মি ক‌রে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা করা হ‌বে।’

আরো পড়ুন: পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু।

Share Button

     এ জাতীয় আরো খবর