January 23, 2025, 1:53 am

সংবাদ শিরোনাম
মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ৫সদস্য গ্রেফতার ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ আ’লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন বেনাপোল -যশোর মহা সড়কের গদখালী ফুল রাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কৃষকের মেয়ে শিমা শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ১১ বোতল ভারতীয় মদ জব্দ গৌরনদীতে সাবেক পৌর মেয়রসহ আ’লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা মধুপুরে চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ৫সদস্য গ্রেফতার

কৃষিখাতের উন্নয়নে বিনিয়োগে উদ্যোগ নেবে এফএও

নিউজ ডেস্ক:

বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। আগামী অক্টোবরে এফএও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করবে। অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন ও দাতা সংস্থাকে বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে ও কৃষিখাদ্য ব্যবস্থার রপান্তর করতে বিনিয়োগে উদ্বুদ্ধ করা হবে ওই সম্মেলনে।এছাড়া, এফএও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানাবে এবং প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলেও তারা আশা প্রকাশ করেছেন।

আজ বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এফএও মহাপরিচালক কিউ দোংয়ু এ সব কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এফএও’র মহাপরিচালক ।

কৃষিখাতের উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগের বিষয়টি উল্লেখ করে কৃষিমন্ত্রী এ সময় বলেন, বারিড পাইপ (ভূগর্ভস্থ লাইন) দিয়ে সেচব্যবস্থার উন্নয়ন করতে হবে। উপকূলীয় লবণাক্ত অঞ্চলে নতুন উদ্ভাবিত ফসলের জাতের সম্প্রসারণ এবং পাহাড়ি এলাকায় উচ্চমূল্যের ফসলের চাষ বাড়াতে কৃষিপণ্যের প্রক্রিয়াজাত করে ভ্যালু অ্যাড ও রপ্তানি করার কথা উল্লেখ করেন মন্ত্রী।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, এফএও’র সহকারী মহাপরিচালক জং-জিন কিম, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসনসহ এফএওর ১০ সদস্যের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকায় এফএও’র চলমান সম্মেলনে এফএওর মহাপরিচালক যোগ দিয়েছেন। এফএও কৃষি উন্নয়নে কারিগরি সহায়তা দেয়া ছাড়াও ডোনারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। তিনি আরও বলেন, দেশে ৫৭ লাখ টন ভূট্টা উৎপাদন হয়েছে। ভুট্টা উৎপাদনে এফএও বড় ভূমিকা রেখেছে।

‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর প্রভাব’ সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব দেশে দ্রব্যমূল্যের উপর কিছুটা পড়েছে। তবে এখন খাদ্যশস্যের সর্বোচ্চ মজুত আছে। কোন খাদ্য সংকট, হাহাকার- এ রকম কিছু হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর